অপরাজিতা ফুল গাছের যত্ন
অপরাজিতা একটি অতি পরিচিত ফুল যা আমরা প্রায় সকলের বাড়ি তেই দেখতে পায়। অপরাজিতার বৈজ্ঞানিক নাম হল Clitoria ternatea, ফ্যাবেসি প্রজাতির ফুল। ইংরেজিতে অপরাজিতাকে Butterfly pea, blue pea vine , Clitoria ternatea বলে। অপরাজিতা সাধারণত নীল রং এর সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কিন্তু অপরাজিতা সাদা , হালকা নীল ও দেখতে পাওয়া যায়।
টব নির্বাচন
অপরাজিতা শিকড় খুব তাড়াতাড়ি ছড়ায় তাই আমরা অপরাজিতা চারা কে প্রথমে ছোট টবে প্রতিস্থাপন তারপর গাছটা একটু বড় হয়ে গেলে আমরা বড় টবে প্রতিস্থাপন করবো ১০", ১২" inc তে।
মাটি তৈরী
অপরাজিতা যেকোনো মাটিতে ভালো জন্মায় তবে অপরাজিতার পছন্দের মাটি হলো বাগানে যে ধরণের মাটি আছে সেটা ১ ভাগ আর ১ ভাগ নদীর সাদা বালিমাটি , ও বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) নিতে হবে ১ ভাগ, ও এর সাথে নিতে হবে কোকো পিট (বা ধান এর'তুষ বা কাঠ এর গুঁড়ো ) এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে । আর যদি পারেন তো এক মুঠো নিম খোল দিলে খুব ভালো হয়। প্রতিস্থাপন এর পর অবশই করে ভর্তি করে জল দেবেন।
টব তৈরী ও প্রতিস্থাপন
টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টবে যদি ৩টি ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব। জোত ছিদ্র থাকবে তাতে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্দ করতে হবে তারপর তার
ওপর একটা ছোট পাথর এর আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।
এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার অপরাজিতা গাছ টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে তাতে আপনার জল ও সার দিতে সুবিধা হয়।
জল ও আবহাওয়া
অপরাজিতা কে সবসময় full sunlight এ রাখবেন তাতে অনেক ফুল আসবে অল্প আলো তেও করতে পারেন কিন্তু তাতে ফুল বেশি আসবে না।
অপরাজিতা গাছের মাটি যেন সব সময় ভিজা ভিজা থাকে এই বুঝে জল দিতে হবে কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে।
অপরাজিতা ফুলের সার
দুমুঠো সরিষার গুঁড়ো খোল
১ চামচ নিম খোল
২ চামচ হাড় গুঁড়ো
১ চামচ পটাস
প্রত্যেক ২০ দিন অন্তর দিতে হবে।
গাছের যত্ন
অপরাজিতা গাছকে যদি প্রতি ১৫দিন অন্তর (Miraculan) PGR Plant Growth Regulator (spray) করা যায় তো অপরাজিতা জন্য খুব ভালো হবে।
গাছ ছাঁটাই
অপরাজিতা চারা অবস্থা থেকে পিনচিং করলে নিয়মিত ঝোপালো হবে।
রোগ ও পোকা
Dimethoate 30% Ec এই ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করতে হবে ১ লিটার জলে ৩৫ ফোটা দেয়া আর saaf fungicide spray করতে হবে মাস এ একবার তাহলে অপরাজিতা গাছ সুস্থ থাকবে।
Did you find this helpful? Share it with your friends!
0 মন্তব্যসমূহ