How to grow Garden Phlox, Perennial Phlox in pot | ফ্লকস ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

আমরা আমাদের ছাদ বাগানে ফ্লকস ফুল (Garden Phlox, Perennial Phlox) গাছ কি করে করবো ?

ফ্লকস ফুল (Garden Phlox, Perennial Phlox) আমাদের দেশে আমরা একে ফ্লকস ফুল বলে ডাকি কারণ এর কোনো বাংলা নাম নেই এটি সাধাৰণটো শীতকালে বেশি দেখাযায় । ফুল ফ্যাকাশে নীল, বেগুনি, গোলাপী, উজ্জ্বল লাল বা সাদা হয় ।

আসুন দেখি এই গাছের পরিচর্যা আমরা কি করে করবো ?


Garden Phlox, Perennial



ফুলের নাম ফ্লকস ফুল, Garden Phlox, Perennial Phlox
বোটানিক্যাল নাম Phlox paniculata
পরিবার Polemoniaceae
দেশ উত্তর আমেরিকায় (একটি সাইবেরিয়ায়)

ফ্লকস ফুলের মাটি তৈরী 

ফ্লকস ফুল, Garden Phlox, Perennial Phlox সমস্ত মাটিতেই হবে কিন্তু সব থেকে ভালো হয় দোঁয়াস মাটি বা হালকা দোঁয়াস মাটি যে মাটিতে কাদার ভাগ কম বালির ভাগ বেশি। আসুন দেখি কিভাবে মাটিটা তৈরী করতে হবে ১ ভাগ নিতে হবে বাগানের মাটি (garden soil) ও ২ ভাগ নিতে হবে নদীর সাদা বালি (sliver sand) এবং এর সাতে ১ ভাগ নিতে হবে বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার )এই ভাবে মাটিটা খুব সুন্দর করে তৈরী করে নিতে হবে। 


টব তৈরী ও প্রতিস্থাপন টব তৈরী ও প্রতিস্থাপন এই লিঙ্ক এ আছে 



ফ্লকস ফুলের জল ও আবহাওয়া

ফ্লকস ফুল গাছকে আমরা full sunlight এ রাখবেন এই গাছ sunlight খুব ভালোবসে , অল্প আলোতে হবে কিন্তু বেশি ফুল আসবে না। ফ্লকস ফুলের মাটি যেন সবসময় হালকা ভেজা ভেজা থাকে এটা লক্ষ্য রাখতে হবে , আরে এটা লক্ষ্য রাখবেন টবের মাটিতে যেন জল না দারিয়ে থাকে।  

ফ্লকস ফুলের সার 

ফ্লকস ফুলের খাবারের তেমন কোনো বিশেষ দরকার নেই বাজারে যেসমস্ত সমান reso NPK গুলো পাওয়া যাই যেমন ১৯:১৯:১৯ বা ২০:২০:২০ এগুলো প্রতিমাসে একচামচ কোরে টবের কানা বরাবর দিয়ে জল দিয়ে দিবেন (১০" ১২"inc টবের জন্য)

গাছ ছাঁটাই

নিয়মিত পিনচিং করতে থাকলে গাছটি খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। 

ফ্লকস ফুলের রোগ ও পোকা

AFITS (APHID), পাতায় দাগ আসে , পাতা পচে যায় এই সব কিছু পোকামাকড় আসে তবে রোজ স্নান করিয়ে দিলে এইসব খুব কম আসে। আরো জানতে এই লিংক এ  click করুন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ