How to Grow a Rose Plant in Your Garden 2022 | গোলাপ এর পরিচর্যা


গোলাপ মূলত শীতকালীন ফুল তার সৌন্দর্য ও সুঘ্রানের জন্য সর্ব যুগের সকল সমাজেই প্রশংসনীয়। গোলাপ ২০-৩০ ডিগ্রী সে. তাপমাত্রা গোলাপ এর জন্য উপযোগী। গোলাপ রোজেই পরিবারের রোসা গণের এক প্রকারের বহুবর্ষজীবী ফুলের গাছ। গোলাপ নামটি সম্ভবত ল্যাটিন রোসা থেকে এসেছে। গোলাপ সাধারণত  লাল, হলুদ, কমলা, সাদা আরো অনেক রং এর হয়ে থাকে। গোলাপ এর বৈজ্ঞানিক নাম Rosa .

Caring for roses

টব নির্বাচন

গোলাপ গাছের জন্য একটু বড় টব নেওয়া ভালো যেমন  ১০", ১২" inc তে প্রতিস্থাপন উচিত। 


মাটি তৈরী 

১ ভাগ দোআঁশ মাটি, ৩ ভাগ বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার )  ১ ভাগ  নদীর সাদা বালিমাটি এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে । এবং একমুঠো সরিষার গুঁড়ো খোল দিয়ে  মাটি টা তৈরি করে নিতে হবে। 


টব তৈরী ও প্রতিস্থাপন

টবে গোলাপ গাছ করতে বা যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টবে যদি ৩টি  ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব।

জোত ছিদ্র থাকবে তাতে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্ধ করতে হবে তারওপর একটা ছোট পাথর এর  আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার গোলাপ গাছ টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর  টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থেকে তাতে  আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।প্রতিস্থাপন এর পর টবে ভর্তি করে জল দেয়া দিবেন। 


জল ও আবহাওয়া

আমরা সবাই জানি গোলাপ শীতকালীন একটি গাছ তাই গোলাপ sunligh খুব ভালো বসে তাই আপনারা সবসময় full sunlight এ রাখবেন তাতে অনেক ফুল আসবে অল্প আলো তে রাখলে ফুল আসবে না। গোলাপ এর মাটি তে জল যেন সব সময় ভিজা না থাকে আবার একদম জন শুকনো না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে।


গোপালের ফুলের সার

২০০ gm সরিষার গুঁড়ো খোল কে ৫ লিটার জলে ভিজিয়ে রাখতে হবে ৭ দিন , তারপর ৮ দিন এর মাথায় ১০০gm DAP , ১০ gm SOP , ১০gm  magnesium sulphate দিতে হবে গাছে তরল সারটা দেবার ৬ ঘন্টা আগে ওই জল এর মধ্যে দেয়া ভালো করে জলটা ঘটে দিতে হবে এর সাথে আরো ৫ লিটার জল দিয়ে তারপর গাছের পরিমান মতো দিতে হবে।  এটা গোলাপ গাছের খুব ভালো একটা তরল সার।  এটি প্রতি মাসে একবার করে দিতে হবে। 


গোলাপ গাছের যত্ন

গোলাপ গাছকে যদি প্রতি ১৫দিন অন্তর (Miraculan) PGR Plant Growth Regulator (spray)করলে গোলাপ গাছ অনেক ঝোপালো ও অনেক ফুল আসবে। 


গাছ ছাটাই 

গোলাপ গাছ কাটাই ছাঁটাই এর সব থেকে ভালো সময় শীত এর শুরুতে অক্টোবর বা নভেম্বর এর ১০ তারিক এর মধ্যে। 


গোলাপএর  রোগ ও পোকা

কাল দাগ,ডগা শুকানো,সাদা গুড়া, ইয়োলো মোজাইক এই বিশেষ কিছু রোগ পোকা আসে গোলাপে , আপনারা গাছটাকে প্রতিদিন জল দেয়া দুবেলা spray করিয়ে দেন তো গোলাপ এ অর্ধক এর বাসি রোগ হয় না বললেই চলে তবে Dimethoate 30% Ec এই  ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করলে তেমন কোনো রোগ হবে না।  


Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ