করবী গাছের প্রতিস্থাপন ও সম্পূর্ণ পরিচর্যা | How to make oleanders plant bloom 2022

করবীর  সম্পূর্ণ পরিচর্যা 

করবী ফুল অতি পরিচিত গ্রীষ্মকালীন ফুল যা আমরা প্রায় সব বাগানে দেখতে পায়। করবী অনেক রং এর দেখতে পাওয়া যায় লাল, গোলাপী বা সাদা আরো অনেক রং এর হয়। করবীর বৈজ্ঞানিক নাম: Nerium oleander বা Nerium indicum করবীর ইংরেজি নাম: Oleander.

how to make oleanders grow faster

টব নির্বাচন

করবী শিকড় খুব তাড়াতাড়ি ছড়ায় তাই আমরা করবী চারা কে প্রথমে ছোট টবে প্রতিস্থাপন (৮" inc) তারপর গাছটা একটু বড় হয়ে গেলে আমরা বড় টবে  প্রতিস্থাপন করবো   ১০", ১২" inc তে।


মাটি তৈরী 

করবী যেকোনো মাটিতে ভালো জন্মায় তবে করবী পছন্দের মাটি হলো বাগানে যে ধরণের মাটি আছে সেটা ১ ভাগ  আর ১ ভাগ  নদীর সাদা বালিমাটি , ও বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) নিতে হবে অর্ধক ভাগ, ও এর সাথে নিতে হবে অর্ধক ভাগ কোকো পিট (বা ধান এর'তুষ বা কাঠ এর গুঁড়ো ) এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে । আর যদি পারেন তো এক মুঠো নিম খোল দিলে খুব ভালো হয়। প্রতিস্থাপন এর পর অবশই করে ভর্তি করে জল দেয়া দেবেন। যাদের কাছে কোকো পিট বা নদীর সাদা বালিমাটি নেয় তারা বাগানে যে ধরণের মাটি আছে সেটা আর সঙ্গে বার্মিকম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে নিবেন।


টব তৈরী ও প্রতিস্থাপন

টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টবে যদি ৩টি  ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব।
জোত ছিদ্র থাকবে তাতে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্ধ করতে হবে তারপর তার
ওপর একটা ছোট পাথর এর  আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।

এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার করবী গাছ টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর  টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে তাতে  আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।প্রতিস্থাপন এর পর টবে ভর্তি করে জল দেয়া দিবেন। 


জল ও আবহাওয়া

করবী কে সবসময় full sunlight এ রাখবেন তাতে অনেক ফুল আসবে অল্প আলো তে রাখলে করবীতে ফুল আসবে না। করবীর মাটি যেন সব সময় ভিজা না থাকে আবার একদম জন শুকনো না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে।


করবী ফুলের সার


Process 1 Process 2
একমুঠো সরিষার গুঁড়ো খোল ৫ টি দানা urea
১ চামচ রক্ত সার (এর ৫দিন পর ) অর্ধক চামচ DAP
১ চামচ হাড় গুঁড়ো অর্ধক চামচ পটাস
১ চামচ পটাস
প্রত্যেক ৩০ দিন অন্তর দিতে হবে। প্রত্যেক ১৫ দিন অন্তর দিতে হবে।


গাছের যত্ন

করবী গাছকে যদি প্রতি ১৫দিন অন্তর (Miraculan) PGR Plant Growth Regulator (spray)করলে করবী গাছ অনেক ঝোপালো হবে। 

গাছ ছাঁটাই

করবী ফুল গাছ ছাঁটাই করতে হয় ফেব্রুয়ারী ২৫ থেকে মার্চ এর ১০ এর মধ্যে। 

রোগ ও পোকা

করবীতে মিলিবাগ, এফিড ও শুয়োপোকা বেশি হয়। 
যদি মিলিবাগ হয় তবে উষ্ণ গরুম জল এ একচামচ (shampoo) দিয়ে ভালো করে spray কোরে দিতে হবে ৩দিন অন্তর। 
এফিড ও শুয়োপোকা হলে Dimethoate 30% Ec এই  ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করলে এফিড শুয়োপোকা র থাকবে না। এছাড়ও মাসে দুবার saaf fungicide spray করতে হবে। 

  • করবী একটি বিষাক্ত গাছ এর ফুল পাতা সব বিষাক্ত তাই খুব সাবধানে করবি গাছ কে দেখাশোনা করবেন আর বাড়িতে কোনো বাচ্চা থেকে অব্যশই দূরে রাখবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ