স্পাইডার প্ল্যান্ট এর যত্ন | spider plant benefits

 

স্পাইডার প্ল্যান্ট (বৈজ্ঞানিক নাম: Chlorophytum comosum),যাকে অনেকে স্পাইডার আইভি, এবং রিবন প্ল্যান্টও বলে এটি অত্যন্ত একটা জনকপ্রিয় ইনডোর প্লান্ট 

 




বিবরণ

স্পাইডার প্লান্টের পাতা সবুজ রং এবং মাঝে সাদা বা হলুদ স্ট্রিপ থাকে এর পাতার লম্বা ২০-৪০ সেমি  এবং প্রস্থে - সেমি পর্যন্ত হতে পারে


স্পাইডার প্ল্যান্টের উপকারিতা ( Spider plant benefits )

বায়ু পরিশোধন : N A S A- এর বায়ু পরিশোধন গবেষণায় স্থান করেনিয়েছে এই স্পাইডার প্ল্যান্টে এটি আপনার ঘরের বায়ুর গুণমান উন্নত করতে সাহায্য করে

সহজ যত্ন: স্পাইডার প্ল্যান্টের খুব একটা যত্নের প্রয়োজন হয়না অল্প আলো অল্প জলে খুবই ভালোভাবে বেড়ে ওঠে

সৌন্দর্য বৃদ্ধি: স্পাইডার প্ল্যান্টে দেখতে এমনিতেই খুবই সুন্দর ঘরের যেকোনো কোণাকে সাজিয়া তুলবে এই স্পাইডার প্ল্যান্টে




স্পাইডার প্ল্যান্টের যত্ন

আলো : স্পাইডার প্ল্যান্টের উজ্জ্বল এল লাগবে তবে সরাসরি সূর্যের না দেওয়া ভালো ফলে পাতা তে দাগ আস্তে পারে  হালকা আলোতে স্পাইডার প্ল্যান্টেকে রাখুন

জল: গ্রীষ্মকালে মাটি জায়েয গেলে আগে হাতদিয়ে দেখুন যদি মাটি ভেজা লাগে তবে জল দিবেন না শুকনো লাগলে জলদিন  অতিরিক্ত জল দিতে গাছ মারা যেতে পারে

মাটি টব : হালকা মাটি স্পাইডার প্ল্যান্টের জন্য সব থাকে ভালো ৫০% মাটি ৩০% কম্পোস্ট ২০% বালি দিয়ে ভালো করে মাটি তৈরী করুন। স্পাইডার প্ল্যান্টের জন্য আপনি হ্যাঙ্গিং পট বা ছোট টবে লাগান ভালো লাগবে

সার: পতি মাসে একবার তরল সার দিন হালকা করে


সাধারণ সমস্যা এবং সমাধান

পোকামাকড়: মাইটস, অ্যাফিডস এই ধরণের পোকামাকড় আসে স্পাইডার প্ল্যান্টে মাসে একটা (Dimethoate 30% Ec)স্প্রি করুন এতে কোনো পোকামাকড় আসবে না

 

ট্রাবলশুটিং: পাতা হলুদ হলে জল কম দিন প্রয়োজনে আলোতে নিয়ে আসুন




Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ