আদর্শ মিশ্র জৈব সার | Ideal mixed organic fertilizer


সমস্ত গাছের জন্য আদর্শ মিশ্র জৈব সার (mixed organic fertilizer)


আমরা যারা গাছ ভালোবাসি তারা নার্সারি থাকে ফুল ফল দেখে গাছতো কিনে আনি কিন্তু বাড়িতে এনে প্ৰতিস্থাপন এর কিছুদিন পরথেকে ফুল ফল আর আসে না।  নার্সারি থেকে গাছ এনে টবে প্ৰতিস্থাপন করলেই যে গাছে অনেক ফুল ফল হবে এমনটা নয় গাছকে নিয়মিত খাবার দিতে হবে। গাছকে খাবার তিনভাবে দেওয়া যায় ১ জৈব , ২ রাসায়নিক , ৩  জৈব ও রাসায়নিক মিশ্রণ।  রাসায়নিক সরে গাছে ফুল ফল অনেক বেশি আসে কিন্তু দীর্গদিন রাসায়নিক সার টবের মাটিতে ব্যবহার করলে মাটির অনেক ক্ষতি হয় (যেমন মাটিতে যেসমস্ত উপকারী অণুজীব থাকে যারা গাছকে খাবার শোষণে সাহায্য করে তারা ক্ষতিগ্রস্ত হয় ) । তাই সব সময় চেষ্টা করবেন জৈব সার (mixed organic fertilizer) ব্যবহার করার তাতে গাছের কোনো ক্ষতিও হয়না আবার মাটিও ভালো থাকে। 

mixed organic fertilizer


গাছের প্রধান খাদ্য হলো N.P.K ,(N : Nitrogen) (P : Phosphorus) (K : Potassium) এছাড়াও আরো অনেক অনুখাদ্য গাছের দরকার পরে যেমন calcium, Salfar, magnesium ইত্যাদি। 


আসুন দেখি আমরা একটি মিশ্র সার (mixed organic fertilizer) তৈরী করতে কি কি প্রয়োজন পড়বে ?

সবার প্রথমে নিতে হবে ২৫% সরিষার গুঁড়ো খোল (সরিষার গুঁড়ো খোলের মধ্যে প্রচুর পরিমানে Nitrogen ও Phosphorus থাকে এছাড়ও খুবি অল্প পরিমানে Potassium থাকে) এরপর নিতেহবে ২৫% শিং কুচি (এটি গাছকে খুব আস্তে আস্তে Nitrogen এর যোগান দেয় আচারও এর মধ্যে Phosphorus ও Calcium থাকে এই শিং কুচি মাটিকে ফাঁপিয়ে রাখতে সাহায্য করে এর ফলে শিকড় চলাচল ভালো থাকে), এর পর নিতে হবে ২৫ % হাড় গুঁড়ো (হাড় গুঁড়ো মধ্যে প্রচুর পরিমানে Phosphorus এবং Calcium থাকে), এবার নিতে হবে ২৫ % নিম খোল (নিম খোল যেমন সার এর কাজ করে তেমনি মাটি থাকে বিভিন্ন রকম রোগ পোকা তাড়াতে সাহায্য করে) এই চারটে সারের মধ্যে Potassium এর পরিমান নাই বললেই চলে তাই এর সাথে ১০০gm Potas (SOP/MOP) একসাথে ভালো করে মিশিয়ে নিন এর পর এই পাঁচটি সারের মোট ওজন যা হবে তারসাথে সমপরিমাণ ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিন এবার আপনার সামনে যে সারটি তৈরী হলো সেটিকে এক সপ্তাহের জন্য কোনো একটা পাত্রে রেখেদিন , একসপ্তাহের পর গাছের জন্য মিস্ত্র সারটি ব্যবহার যোগ্য। সারটি প্রতি ৩০ থাকে ৪০ দিন অন্তর ব্যবহার করবেন , ১২ inc টবের জন্য ৫০gm  করে দেখবেন  গাছ অনেক ঝোপালো ও গাছে অনেক ফুল ফল আস্তে শুরু করবে। 



Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ