নয়নতারা (ভিনকা) সম্পূর্ণ পরিচর্যা
নয়নতারা একটি অতি পরিচিত একটি ফুল গাছ আমরা সবাই এই ফুল গাছটির সাথে অতি পরিচিত, বাড়ির আশেপাশে সমময় প্রায় নয়নতারা দেখতে পাই।
নয়নতারা সাধারণত লালচে গোলাপি,সাদা , আরো অনেক রং এ দেখতে পাই যেটা আবার পাঁচ পাপড়ির ফুল গুলোর জন্য পরিচিত।
নয়নতারা বৈজ্ঞানিক নাম Catharanthus roseus, এটি Apocynaceae পরিবার এর। নয়নতারা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন Cape periwinkle, periwinkle, sadaphuli, sadsuhagan ইত্যাদি। নয়নতারা সবথেকে বেশি দেখাযায় ভারত ,বাংলাদেশ ,পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশে।
টব নির্বাচন
আপনারা সবাই জানেন নয়নতারা যেকোনো জায়গায় হয়। কিন্তু আমরা টবে যদি নয়নতারা করি তবে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।
নয়নতারা আপনি ৬", ৮" অথবা ১০" তে প্রতিস্থাপন করতে পারবেন কিন্তু এর থেকে ছোট টব এ করবেন না ।
মাটি তৈরী
আপনার বাগানে যে ধরণের মাটি আছে সেটা নিতে হবে ২ভাগ , বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) নিতে হবে ১ ভাগ, ও ১ ভাগ কোকো পিট (বা ধান এর'তুষ বা কাঠ এর গুঁড়ো )। এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে ।
টব তৈরী ও প্রতিস্থাপন
টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টবে যদি ৩টি ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব। ছিদ্র গুলিকে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্দ করতে হবে তারপর তার ওপর একটা ছোট পাথর এর আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।
এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার নয়নতারার চারা টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর এটা লক্ষ্য রাখবেন টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে যাতে আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।
জল ও আবহাওয়া
নয়নতারা গাছের মাটি যেন সব সময় ভিজা ভিজা থাকে এই বুঝে জল দিতে হবে কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে
সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে। নয়নতারা রোদ্দুর খুব ভালো বসে এটি গরম এর একটি গাছ।
গাছের যত্ন
নয়নতারা গাছ কে যদি সকাল বিকেল ভালো করে স্নান করিয়ে দেয়া যাই তো গাছ অনেক সুস্থ থাকে ও পোকা মাকড় লাগে না বললেই চলে।
নয়নতারা খাবার (সার)
অর্ধেক চামচ DAP
অর্ধেক চামচ NPK ২০:২০:২০
অর্ধেক চামচ পটাস
পতি মাস এ দিতে হবে (৮" Inc জন্য ) ।
গাছ ছাঁটাই
নিয়মিত pruning করতে হবে তাহলে গাছটি ঝোপলো হবে।
রোগ ও পোকা
Dimethoate 30% Ec এই ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করতে হবে ১ লিটার জলে ৩৫ ফোটা দেয়া আর SAAF spray করতে হবে মাস এ একবার তাহলে নয়নতারা গাছ সুস্থ থাকবে।
Did you find this helpful? Share it with your friends!
1 মন্তব্যসমূহ
নয়নতারা ফুল গাছ পরিচর্যা করা
উত্তরমুছুন