বোগেনভিলিয়া (বাগানবিলাস) সম্পূর্ণ পরিচর্যা | কাগজ ফুল গাছ | How to keep bougainvillea blooming

বোগেইনভিলিয়া (বাগানবিলাস) সম্পূর্ণ পরিচর্যা  

একটি অতি পরিচিত গাছ হলো বোগেইনভিলিয়া (কাগজ ফুল গাছ) বা বাগানবিলাস (এর ইংরেজি নাম : বোগেইনভিলিয়া)বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায় বোগেইনভিলিয়া। (এর বৈজ্ঞানিক নাম: Bougainvillea spectabilis)এই গাছ এর বাসস্থান দক্ষিণ আমেরিকা তবে এখুন আমাদের মহাদেশ এ জায়গা করে নিয়েছে। কেউ কেউ আবার বোগেইনভিলিয়াকে কাগজ ফুল বা flower machine ও বলে কারণ এই গাছে প্রচুর পরিমানে ফুল হয়। ফরাসী আবিস্কারক লুই অটোইন ডি বোগেইনভিলিয়া'র নাম অনুসারে এই গাছের নাম হয় বোগেইনভিলিয়া। 

bougainvillea

টব নির্বাচন

বোগেইনভিলিয়া শিকড় খুব তাড়াতাড়ি ছড়ায় তাই আমরা বোগেইনভিলিয়ার জন্য ১০", ১২" অথবা  ১৪" inc তে প্রতিস্থাপন করতে পারবেন কিন্তু এর থেকে ছোট টব এ করবেন না । 


মাটি তৈরী 

বোগেইনভিলিয়া মাটি তৈরি তেমন কোনো ঝামেলা নেই সমপরিমাণ 

আপনার বাগানে যে ধরণের মাটি আছে সেটা আর সমপরিমাণ নদীর সাদা বালিমাটি ,  ও বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) নিতে হবে ১ ভাগ এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে ।  

bougainvillea

টব তৈরী ও প্রতিস্থাপন

টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।  টবে যদি ৩টি  ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব।  ছিদ্র গুলিকে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্দ করতে হবে তারপর তার ওপর একটা ছোট পাথর এর  আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।


এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার বোগেইনভিলিয়ার চারা টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর এটা লক্ষ্য রাখবেন টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে যাতে আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।


জল ও আবহাওয়া

বোগেইনভিলিয়া জল ভালো বসে না একেবারেই তাই জলটা খুব বুঝে দিতে হবে যাতে মাটি জন ভিজা না থাকে , মাটি একবারে শুকিয়ে গেলে আবার জল দিবেন কিন্তু খুব অল্প  

বোগেইনভিলিয়া রোদ্দুর খুব ভালো বসে এটি গরম এর একটি গাছ। তাই একে সব সময় রোদ্দুর রাখবেন। 


বোগেইনভিলিয়া খাবার (সার)

  • এক চামচ DAP 
  • এক চামচ পটাস 
  • এক চামচ রক্ত সার 


পতি মাস এ দিতে হবে (১০" Inc জন্য ) ।


বোগেইনভিলিয়া (বাগানবিলাস) সম্পূর্ণ পরিচর্যা
রোগ ও পোকা

বোগেইনভিলিয়া তে কোনো রোগ পোকা হয় না কিন্তু তাও মাসে একবার 

Dimethoate 30% Ec এই  ধরণের যেকোনো কীটনাশক মাস এ একবার  spray করতে পারেন। 





Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ