পাতি লেবুর সম্পূর্ণ পরিচর্যা এবং রোগ পোকার প্রতিকার | Complete Leaf Lemon Care and Pest Remedies | Growing lemon trees in pots

পাতি লেবু হল Rutaceae পরিবারের অতি পরিচিত একটি ফল। বাড়িতে একটি লেবু গাছ থাকলে সবার ভালো লাগে খেতেবসার আগে গাছ থাকে একটি লেবু পেরে এনে খেতেবসার আনন্দই আলাদা। লেবু ভিটামিন C এর অন্যতম উপাদান গুলির একটি। 

Growing lemon trees in pots

পাতি লেবুর মাটি তৈরী 

বিভিন্ন গাছের বিভিন্ন ধরণের মাটির চাহিদা থাকে কোনো গাছ হালকা মাটি ভালো বসে আবার কোনো গাছ ভারী মাটি ভালোবসে।  আসুন দেখি পাতি লেবু টবে করতে কি ধরণের মাটি প্রয়োজন ১ ভাগ নিতে হবে বাগানের মাটি (garden soil), ১ ভাগ নিতে হবে নদীর সাদা বালি (sliver sand),  ১ ভাগ নিতে হবে বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ), ও ১ ভাগ নিতে হবে ককপিট (বা ধান এর তুষ বা কাঠ এর গুঁড়ো ) ই ভাবে সুন্দর করে মাটিটা তৈরী করে নিতে হবে (১০ বা ১২" inc টবের জন্য) এর পর যেটা করতে হবে এই মাটিটির সঙ্গে ১ চামচ  ইউরিয়া, ১ চামচ  phosphate, ১ চামচ পটাশ দিয়ে ভালো করে মিটিটা তৈরী করেনিতে হবে। 


টব তৈরী ও প্রতিস্থাপন টব তৈরী ও প্রতিস্থাপন এই লিঙ্ক এ আছে 


পাতি লেবুর জল ও আবহাওয়া 

পাতি লেবু প্রচুর পরিমাণে ফল দেয় তাই পাতি লেবু গাছকে সব সময় full sunlight এ রাখতে হবে কোনোরকম অল্প আলোতে রাখলে পাতি লেবুতে ফুল ফল আসবে না। এবার আসি জলের  বাপের পাতি লেবু গাছের টবে জল খুবই বুঝে দিতে হবে। মাটি যেন একদম শুকিয়ে  না যায় মাটি শুকিয়ে গেলে লেবু গাছের ফুল ফল ঝরে যাবে , আবার জল বেশি হলেও ফুল ফল ঝরে যাবে তাই সবসময় মাটিতে হাত দিয়ে বুঝে বুঝে জল দিতে হবে। 



বিবরণ পরিমান
ফাইবার ৫.৯ গ্রাম
ভিটামিন A ৮৬.৬ IU
ভিটামিন C ১১২ মিলিগ্রাম
ফোলেট ২৩.৩ মিলিগ্রাম
ক্যালসিয়াম ৫৫.১ মিলিগ্রাম
আয়রন ১.৩ মিলিগ্রাম
ফসফরাস ৪০ মিলিগ্রাম
পটাশিয়াম ২৯৩ মিলিগ্রাম
জল ৮৯ গ্রাম


পাতি লেবুর সার

 
পাতি লেবুর সার ২ ভাবে দিয়ে যায়  

১.  ১চামচ Urea, ১ চামচ Phosphate, ১ চামচ Potas ভালো করে মিশিয়ে এর থাকে ২ চামচ প্রতি ১৫ দিন অন্তর দিতে হবে। (১০", ১২" inc টবের জন্য)

২.  সরিষার গুঁড়ো খোল ২ মুঠো, ২ চামচ হাড়গুড়ো, ১ চামচ পটাস ভালো করে মিশিয়ে প্রতি মাসে দিতে হবে। (১০", ১২" inc টবের জন্য)এই ছিল পাতি লেবুর খাবার। 



পাতি লেবুর রোগ ও পোকা


পাতি লেবুতে canker খুব দেখাযায় তার জন্য যা করবেন blitox ৫০w (১লিটার জলে ১ গ্রাম দিয়ে ভালো করে স্প্র্রে করে দিতে হবে। এছাড়ও দেখাযায় lip mainar নতুন পাতা হলে তাতে lip mainar এর আক্রমণ হয় বিশেষ করে বর্ষাকাকে যা কচি পাতা ছিদ্র করে দেয় ও পাতার নিচে ডিম পারে আচারও পাতাতে আঁকাবাঁকা পথ মতো দাগ দেখাযায়। confidor ০.৫ ml ১ লিটার জলে দিয়ে প্রতি ৭ দিন অন্তর স্প্র্রে করে দিতে হবে। এছাড়া হয় anthracnose পাতায় কালো কালো দাগ বা ফলে দেখাযায় এই কালো দাগ বাড়তে বাড়তে ফলকে পচিয়ে দেয় এবং ফল ঝরে পরে গাছে এই যোগ হলে  blitox ৫০w (১লিটার জলে ১ গ্রাম দিয়ে ভালো করে স্প্র্রে করে দিতে হবে। এছাড়া elsinoe fawcettii লেবুতে সাদা সাদা দাদ এর মতো দেখা যাই এটা পাতাতেও হয় এই রোগ দেখা গেলে blitox ৫০w বা SAAF (১লিটার জলে ১ গ্রাম দিয়ে ভালো করে স্প্র্রে করে দিতে হবে ১০ অন্তর।  এছাড়ও আরো অনেক রোগ হয় পাতি লেবু গাছে সব থাকে ভালো হয় যদি প্রতিদিন গাছটিকে জল  দিয়ে সান করিয়ে দেয়াযায় আর প্রতি ৭ দিন অন্তর  Dimethoate 30% Ec এই  ধরণের যেকোনো কীটনাশক স্প্র্রে করলে গাছে তেমন কোনো রোগ আসবে না। 

কীটনাশক সম্পর্কে আরো জানতে এই লিংক এ  click করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ