পাতি লেবু হল Rutaceae পরিবারের অতি পরিচিত একটি ফল। বাড়িতে একটি লেবু গাছ থাকলে সবার ভালো লাগে খেতেবসার আগে গাছ থাকে একটি লেবু পেরে এনে খেতেবসার আনন্দই আলাদা। লেবু ভিটামিন C এর অন্যতম উপাদান গুলির একটি।
পাতি লেবুর মাটি তৈরী
বিভিন্ন গাছের বিভিন্ন ধরণের মাটির চাহিদা থাকে কোনো গাছ হালকা মাটি ভালো বসে আবার কোনো গাছ ভারী মাটি ভালোবসে। আসুন দেখি পাতি লেবু টবে করতে কি ধরণের মাটি প্রয়োজন ১ ভাগ নিতে হবে বাগানের মাটি (garden soil), ১ ভাগ নিতে হবে নদীর সাদা বালি (sliver sand), ১ ভাগ নিতে হবে বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ), ও ১ ভাগ নিতে হবে ককপিট (বা ধান এর তুষ বা কাঠ এর গুঁড়ো ) ই ভাবে সুন্দর করে মাটিটা তৈরী করে নিতে হবে (১০ বা ১২" inc টবের জন্য) এর পর যেটা করতে হবে এই মাটিটির সঙ্গে ১ চামচ ইউরিয়া, ১ চামচ phosphate, ১ চামচ পটাশ দিয়ে ভালো করে মিটিটা তৈরী করেনিতে হবে।
টব তৈরী ও প্রতিস্থাপন - টব তৈরী ও প্রতিস্থাপন এই লিঙ্ক এ আছে
পাতি লেবুর জল ও আবহাওয়া
পাতি লেবু প্রচুর পরিমাণে ফল দেয় তাই পাতি লেবু গাছকে সব সময় full sunlight এ রাখতে হবে কোনোরকম অল্প আলোতে রাখলে পাতি লেবুতে ফুল ফল আসবে না। এবার আসি জলের বাপের পাতি লেবু গাছের টবে জল খুবই বুঝে দিতে হবে। মাটি যেন একদম শুকিয়ে না যায় মাটি শুকিয়ে গেলে লেবু গাছের ফুল ফল ঝরে যাবে , আবার জল বেশি হলেও ফুল ফল ঝরে যাবে তাই সবসময় মাটিতে হাত দিয়ে বুঝে বুঝে জল দিতে হবে।
বিবরণ | পরিমান |
---|---|
ফাইবার | ৫.৯ গ্রাম |
ভিটামিন A | ৮৬.৬ IU |
ভিটামিন C | ১১২ মিলিগ্রাম |
ফোলেট | ২৩.৩ মিলিগ্রাম |
ক্যালসিয়াম | ৫৫.১ মিলিগ্রাম |
আয়রন | ১.৩ মিলিগ্রাম |
ফসফরাস | ৪০ মিলিগ্রাম |
পটাশিয়াম | ২৯৩ মিলিগ্রাম |
জল | ৮৯ গ্রাম |
0 মন্তব্যসমূহ