টবে লঙ্কা চাষের পরিচর্যা | How to care for chilli plants in pots

 টবে লঙ্কা চাষের পরিচর্যা

লঙ্কা আমাদের সবার একটা অতি পরিচিত নাম যেটা ছাড়া একটাদিনও হয়তো আমাদের চলবে না। লঙ্কা গাছের বিজ্ঞানসম্মত নাম Capsicum frutescens লঙ্কা বা মরিচ যা ভারত তথা সারা বিশ্বে পরিচিত , বলা হয় ফলটির নাম সম্ভবত শ্রীলঙ্কা থেকে আমদানি হবার কারণে। এবার আসি আমরা টবে কি করে লঙ্কা করবো সেই বেপারে লঙ্কা টবে খুব সহজে করা যায় আসুন দেখাযাক কিকরে। মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশে। তবে বর্তমানে সময়ে রান্না ও ঔষধি হিসাবে এটি ব্যবহৃত হয়ে থাকে অনেক বেশি। 

টব নির্বাচন

লঙ্কা গাছ আপনি ৬", ৮" অথবা  ১০" তে প্রতিস্থাপন করতে পারবেন কিন্তু এর থেকে ছোট টব এ করবেন না । 


মাটি তৈরী 

আপনার বাগানে যে ধরণের মাটি আছে সেটা নিতে হবে ১ভাগ ,  বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) নিতে হবে ১ভাগ, ও ১ ভাগ নদীর সাদা বালি মাটি  এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে । 


টব তৈরী ও প্রতিস্থাপন

টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।  টবে যদি ৩টি  ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব।  ছিদ্র গুলিকে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্দ করতে হবে তারপর তার ওপর একটা ছোট পাথর এর  আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।

এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার  লংকার চারা টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর এটা লক্ষ্য রাখবেন টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে যাতে আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।

প্রতিস্থাপন এর পর অবশই করে ভর্তি করে জল দেয়া দেবেন।


জল ও আবহাওয়া

লঙ্কা গাছের মাটি যেন সব সময় ভিজা ভিজা থাকে এই বুঝে জল দিতে হবে কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে। 

সেটা লক্ষ্য রাখতে হবে বুজে বুজে জল দিতে হবে। লঙ্কা রোদ্দু এ খুব ভালো হয় তবে অল্প আলোতেও ভালো হয়। 

লংকার খাবার (সার)

২ চামচ Urea

১ চামচ Magnesium sulfate

১ চামচ পটাস 

পতি ১৫দিন অন্তর  (১০" Inc জন্য ) ।


গাছের যত্ন

লঙ্কা গাছকে যদি প্রতি ১০দিন অন্তর (Miraculan) PGR Plant Growth Regulator (spray) করা যায় তো লঙ্কা গাছের জন্য খুব ভালো হবে। 

গাছ ছাঁটাই

লঙ্কা চারা অবস্থা থেকে পিনচিং করলে নিয়মিত ঝোপালো হবে।


রোগ ও পোকা

Dimethoate 30% Ec এই  ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করতে হবে ১ লিটার জলে ৩৫ ফোটা দেয়া আর saaf fungicide spray করতে হবে মাস এ একবার তাহলে নয়নতারা গাছ সুস্থ থাকবে। তাও যদি লংকার পাতা কুঁকড়ে যায় তো আগে গাছ তাকে তুলে ফেলতে হবে। 


Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ