How to Grow Your Own Areca Palm Tree | অ্যারেকা পামের সম্পূর্ণ পরিচর্যা


আসুন দেখি অ্যারেকা পামের যত্ন আমরা কি ভাবে করবো?


অ্যারেকা পাম (Areca Palm) আমরা সবাই এই গাছটির সাথে অতি পরিচিত। আমরা প্রায় সব জাগায় এই অ্যারেকা পাম (Areca Palm) দেখতে পায় যেমন বাড়িতে, হাসপাতাল , অনেক বাগানেও। এটি একটি বায়ু পরিশোধক কারি গাছ আরেকা পামকে যা আলাদা করে তা হল পরিবেশ থেকে বিপজ্জনক রাসায়নিক অপসারণ এবং অক্সিজেন বিশুদ্ধ রাখার ক্ষমতা। NASA এই উদ্ভিদটিকে আমাদের কাছে থাকা সেরা বায়ু-বিশুদ্ধকরণ উদ্ভিদের একটি হিসাবে বিবেচনা করে। এই গাছের স্নিগ্ধতা বাতাসে বিশুদ্ধতা আনে , এই গাছ যত্ন করা খুব সোজা। এই গাছ বাড়ির ভিতরে যে কোন কৃতিম আলো তে রেখে আর রোজ জল দিলেই হল । অ্যারেকা পামের (Areca Palm) বৈজ্ঞানিক নাম Dypsis lutescens . এবং এটি Palms পরিবার এর অংশ। একটি জরুরী বিষয় আপনি যখন নার্সারি থেকে অ্যারেকা পামটি কিনবেন তখন অবশ্য করে দেখবেন  অ্যারেকা পামটি ৪টে গাছ থাকে এমন দেখে অ্যারেকা পাম নিকবেন তাহলে বড়ো হবে গাছটি দেখতে সুন্দর হবে। অ্যারেকা পামের জন্য ১০" inc এর নিচে টব নির্বাচন করবেন না। 

How to Grow Your Own Areca Palm Tree

অ্যারেকা পামের মাটি তৈরী 

অ্যারেকা পাম সব মাটিতে হয় তবে সবথেকে ভালো হয় দোঁয়াস মাটিতে যেখানে কাদার ও বালির পরিমান সমান থাকবে আনুন দেখি কি ধরণের মাটি অ্যারেকা পামের জন্য লাগবে - ১ ভাগ নিতে হবে বাগানের মাটি (garden soil) ১ ভাগ নিতে হবে নদীর সাদা বালি (sliver sand) ও অর্ধক নিতে হবে বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) এই ভাবে সুন্দর করে মাটি তৈরি করতে হবে। 


টব তৈরী ও প্রতিস্থাপন টব তৈরী ও প্রতিস্থাপন এই লিঙ্ক এ আছে 


অ্যারেকা পামের জল ও আবহাওয়া

আমরা সবাই জানি অ্যারেকা পাম একটি হাউসপ্ল্যান্ট কিন্তু অনেকে এটাকে নিজের ছাদ বাগানে করে বাগানের সুন্দর্য বাড়াতে যদি আপনি ঘরের মধ্যে অ্যারেকা পাম করতে চান তাহলে ঘরের এমন একটা জায়গা বাঁচতে হবে যেখানে সূর্যের হালকা এল আসে  এমন জায়গায় অ্যারেকা পামকে রাখতে হবে।  অ্যারেকা পামকে জল দেয়ার সময় অবশ্য মাটিতে হাত দিয়ে দেখবেন যদি মাটি ভেজা থাকে তাহলে জল দিবেন না মাটি শুকনো হলে আবার জল দিবেন।


অ্যারেকা পামের সার

অ্যারেকা পামের সার অত্যন্ত সোজা, প্রথম মাসে সরিষার গুঁড়ো খোল এক মুঠো দিয়ে জল দিয়েদিবেন ,পরের মাসে একচামচ হার গুঁড়ো  দিয়ে জল দিয়েদিবেন, তারপরের মাসে একচামচ পটাস দিয়ে  জল দিয়েদিবেন।  এই ভাবে এটাকে করতে থাকতে হবে। (এই সার বলাহয়েছে ১২" inc টব এর জন্য ) । 

অ্যারেকা পামের যত্ন

অ্যারেকা পামের যত্ন বলতে সকালে  ভালো করে স্নান করিয়ে দিলে অনেক ভালো থাকবে ও রোগ পোকা হবে না।  আর সপ্তাহে যদি একটা দিন full sunlight অ্যারেকা পামকে নিয়ে যান তো খুব ভালো হয়। 


গাছ ছাঁটাই

অ্যারেকা পামের যেসব পাতা গুলি নিচের দিকথেকে হলদে হয়ে শুকিয়ে যাবে সেগুলি কে কেটে ফেলবেন। 

অ্যারেকা পামের রোগ ও পোকা

THRIPS (শোষক পোকা), AFITS (APHID), Mealybug (মিলিবাগ) এই সব কিছু পোকামাকড় আসে তবে রোজ স্নান করিয়ে দিলে এইসব খুব কম আসে। আরো জানতে এই লিংক এ  click করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ