স্নেক প্ল্যান্ট এর পরিচর্যা | Snake plant oxygen | Complete care of Snake plant

 স্নেক প্ল্যান্ট সম্পূর্ণ পরিচর্যা 


স্নেক প্ল্যান্ট একটি স্থিতিস্থাপক এবং জনপ্রিয় হাউসপ্ল্যান্ট। এটি ঘরের বাতাস থেকে অনেক বিষাক্ত গ্যাস শোষণ করে নেয় বলতে পারেন এটি একটি air purifier মতো কাজ করে।  এই গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয় না আর জল খুব কম দিতে হয়।  বিশ্বের সব থেকে বড় space agency NASA – the National Aeronautics and Space Administration বলেছেন স্নেক প্ল্যান্ট air purifier করতে ভালো পারে তাই NASA বলে সবার বাড়ি তে স্নেক প্ল্যান্ট থাকা উচিত। এ গাছ ঘরের বাতাসে জমে ওঠা নানান বিষাক্ত যৌগের বাষ্প দূর করে যেগুলি হলো ফরম্যালডিহাইড,বেনজিন,টলুইন,জাইলিন, ইত্যাদি। স্নেক প্ল্যান্ট বংশবিস্তার ও খুব তারাতারি করে এবং এই গাছের পাতা কেটে অন্য ছাড়াও তৈরি করা করে নেয়া যায়। 




টব নির্বাচন

স্নেক প্ল্যান্ট আপনি যেকোনো টব এ করতে পারেন তবে একটু বড় টবে করলে ভালো যেমন ৮" বা ১০" inc। 




মাটি তৈরি 

স্নেক প্ল্যান্ট একটু হালকা মারি ভালোবসে , আপনার বাগানে যে ধরণের মাটি আছে সেটা নিতে হবে ১ভাগ , নদীর সাদা বালি নিতে হবে ২ ভাগ , আর বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) নিতে হবে ১ ভাগ।  এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে , যদি সম্ভব হয় তো ৮" inc টব এর জন্য ১ চামচ হার গুঁড়ো দিতে পারেন।  


টব তৈরী ও প্রতিস্থাপন

টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।  টবে যদি ৩টি  ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব।  ছিদ্র গুলিকে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্দ করতে হবে তারপর তার ওপর একটা ছোট পাথর এর  আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।

এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার স্নেক প্ল্যান্টর চারা টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর এটা লক্ষ্য রাখবেন টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে যাতে আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।

আর প্রতিস্থাপন এর পর অবশই অবশই করে গাছে জল দেবেন। 


জল ও আবহাওয়া

শীতকালে এইগাছে একদমই জল দিবেন না। ঘর এর এমন একটা জায়গা রাখবেন যেখানে সূর্যের হালকা আলো আসে এমন একটা জায়গা। আর সপ্তাহে পারলে একদিন গাছটি কে পুরো রুদ্দুর এ নিয়ে যাবেন। র গাছে অতিরিক্ত জল দিবেন না মাটি যেন সব সময় ভিজা ভিজা থাকে। 


স্নেক প্ল্যান্ট খাবার (সার)

এই গাছে খাবার খুব একটা লাগে না।  বাজারে যে সমন্ত NPK পাওয়া যাই ১৯:১৯:১৯ বা ২০:২০:২০ চা চামচে এর ১চামচে ৮" inc টব এর জন্য ৩ মাস পর পর দিতে হবে। আর কিছু দিতে হবে না। 


রোগ ও পোকা

এই গাছ এ কোনো রোগ পোকা আসে না।  মাঝে মাঝে একটা ভিজা কাপড় দেয়া গাছের পাতা গুলো পরিষ্কার করে দিবেন তাতে গাছটা সুন্দর লাগবে দেখতে। 



Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ