আমাদের ছাদ বাগানে পোকামাকড় থেকে কি করে মুক্তি পাবো ?
ছাদ বাগান করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো গাছে পোকামাকড় বা কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হয় । আমরা সবাই বাগান করতে ভালোবাসি কিন্তু এই ধরনের সমস্যা আমাদের সত্যিই দুঃখিত করে তোলে।
আসুন দেখি আমাদের ছাদ বাগানে কী ধরনের সমস্যা দেখা দেয় এবং কীভাবে আমরা সেগুলি থেকে মুক্তি পেতে পারি ।এর জন্য আমাদের কিছু কীটনাশক বাড়িতে অবশ্যই এনে রাখা দরকার।
নিম তেল ( Neem oil)
নিম তেল আমরা প্রায় সারা বছর ব্যবহার করতে পারি এটি একটি খুব ভালো organic pesticides কিন্তু পোকামাকড় এর পরিমান যদি বেশি হয় তাহলে এই নিম তেল ( Neem oil) তেমন ভাবে কাজ করতে পারেনা। নিম তেল ( Neem oil) গাছে স্প্র্রে করলে গাছের কোনো ক্ষতিও হয় না। গাছের ওপর একটা নিম তেল ( Neem oil) লেয়ার হয়ে যায় তাতে পোকা মাকড় পাতা বা ফুল খেতে আসলে মারা যায় ।
PPM | mm/Ltr |
---|---|
300 | 6 |
1500 | 4 |
10000 | 2 |
Rogor Dimethoate 30% EC
Rogor Dimethoate 30% EC এটি সমস্ত বাগানিদের বাড়িতেই থাকে অতি পরিচিত একটি কীটনাশক প্রতি মাসে ২ থেকে ৩ বার স্প্র্রে করলে আমাদের ছাদ বাগান রোগ মুক্ত থাকে। আসুন দেখাযাক কি কি রোগ দমন করতে পারে Rogor Dimethoate 30% EC যেমন AFITS (APHID), THRIPS (শোষক পোকা) , WHITE FLIES (সাদা মাছি), ও আরো বিভিন্ন ধরণের রোগ মুক্ত করে Rogor Dimethoate 30% EC .এটা ব্যবহার করতে হবে ১ থেকে ২ ml প্রতি liter জলে। প্রতি ১৫ দিন অন্তর করতে হবে।
Cypermethrin 25% EC
এই কীটনাশকটি ছাদ বাগান অনেক কাজে লাগে। দেখবেন ফল এ ছিদ্র করে পাতাতে ছিদ্র করে কিছু পোকা তাদের জন্য Cypermethrin 25% EC এটি পোকা মাকড় এর গায়ে লাগামাত্র মারা যাবে। যেমন WHITE FLIES (সাদা মাছি) ও আরো বিভিন্ন ধরণের পোকা মারার।
এটা ব্যবহার করতে হবে ১ ml প্রতি liter জলে। প্রতি ১৫ দিন অন্তর করতে হবে।
Monocrotophos 36% SL
এই কীটনাশক আমাদের ছাদ বাগান এর প্রায় সমস্ত রকম পোকা মাকড়কে মারতে পারে যেমন AFITS (APHID), THRIPS (শোষক পোকা) , WHITE FLIES (সাদা মাছি), ফল ছিদ্র করি পোকা , Mealybug (মিলিবাগ)Mites (মড়ক) Lip Mainar ইত্যাদি। এটা ব্যবহার করতে হবে ১ ml প্রতি liter জলে। প্রতি ২০ দিন অন্তর করতে হবে।
Saaf fungicide
Saaf fungicide আপনারা প্রতি ৭দিন অন্তর স্প্র্রে করবেন তাহলে ছাদ বাগানে কোনো পোকার fungus এর আক্রমণ হবেনা।
একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন Pesticides স্প্রে করার সময় অবশ্যই হাতে Hand gloves ও মুখে Mask পড়বেন। আর কোনো বাচ্চাদের এই Pesticides এর সামনে আনবেন না।
Did you find this helpful? Share it with your friends!
বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা
সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য
0 মন্তব্যসমূহ