মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা
মাধবীলতা, মধুমালতী বা মধুমঞ্জরি(যার ইংরেজি নাম : Chinese honeysuckle বা Rangoon creeper এটি একটি লতানো গাছ। এর বৈজ্ঞানিক নাম Quisqualis indica, এটি Combretaceae পরিবার এর অংশ । মাধুরীলতার হিন্দি নাম রঙ্গন-কা-বেল, লাল চামেলী ইত্যাদি।
এর আদি বাসস্থান দক্ষিণ আফ্রিকা ও ইন্দো-মালয়েশিয়া, অনেকে মনে করেন এটি মালয় দেশের গাছ এবং এখানে এনে লাগানো হয়েছে।
টব নির্বাচন
মাধবীলতা আপনি ১০" বা ১২"inc তে প্রতিস্থাপন করতে পারবেন কিন্তু এর থেকে ছোট টব এ করবেন না মাধবীলতার শিকড় অনেক তাড়াতাড়ি বোরো হয়।
মাটি তৈরী
মাধবীলতা যেকোনো মাটিতে ভালো হয় তবে সব থেকে ভালো হয় দোঁয়াস মাটি বা হালকা দোঁয়াস মাটি , শুধুমাত্র বেলে মাটি তে মাধবীলতা করবেন না এতে ফুল অনেক অনেক কম হবে।
আসুন দেখা যাক মাধবীলতার সব থেকে উপজুক্ত মাটি কি ?এটেল মাটি এক ভাগ , নদীর সাদা বালি মাটি এক ভাগ এটি হলো দোঁয়াস মাটি আপনি এটাও ব্যবহার করতে পারেন আবার এটেল মাটি এক ভাগ , নদীর সাদা বালি মাটি দুই ভাগ এটি হলো হালকা দোঁয়াস মাটি আর সাথে এক ভাগ বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) ও এক ভাগ কোকো পিট (বা ধান এর'তুষ বা কাঠ এর গুঁড়ো ) ও একচামচ সুপার ফসফেট এই ভাবে মাটি তা তৈরী করে নিতে হবে।
টব তৈরী ও প্রতিস্থাপন
টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টবে যদি ৩টি ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব। ছিদ্র গুলিকে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্দ করতে হবে তারপর তার ওপর একটা ছোট পাথর এর আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার মাধবীলতার চারা টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর এটা লক্ষ্য রাখবেন টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে যাতে আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।
আর প্রতিস্থাপন এর পর অবশই অবশই করে গাছে জল দেবেন।
গরুম গাছ মানেই রোদ্দুর খুব ভালো বসবে।
মাধবীলতা গাছের মাটি যেন সব সময় ভিজা ভিজা থাকে এই বুঝে জল দিতে হবে কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে।
মাধবীলতা খাবার (সার)
মাধবীলতা nitrogen খুব একটা ভালো বাসে না কখনো nitrogen সার বাসি হয়ে গেলে প্রচুর পরিমানে নতুন শাখা , পাতা হবে কিন্তু ফুল আসবে না।তাই যেটা করতে হবে
২ চামচ সরিষার গুঁড়ো খোল
১ চামচ হাড় গুঁড়ো
অর্ধেক চামচ পটাস
এটা করতে হবে ২০দিন অন্তর অন্তর।
গাছ ছাঁটাই
ফেব্রুয়ারী ২৫ থেকে মার্চ এর ১৫ তারিখ এর মধ্যে ডালপালা ছাঁটাই করতে হয়। গাছ ছাঁটাই এর আগের দিন গাছ এ যদি Miraculan Triacontanol 0.05% EC স্প্রে করেন তো গাছটি খুব ভালো ও ঝোপালো হয়। ও মাটি পরিবর্তন টাও ওই সময় এ করতে হবে, আর একবার অক্টোবর মাসে মাটি পরিবর্তন করতে হবে।
রোগ ও পোকা
মাধবীলতাতে এত রোগ পোকা হয়না তাই এটা নিয়ে চিন্তার কারণ নাই যেটা করবেন Dimethoate 30% Ec এই ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করতে হবে ১ লিটার জলে ৩৫ ফোটা দেয়া আর saaf fungicide spray করতে হবে মাস এ একবার তাহলে মাধবীলতা গাছ সুস্থ থাকবে।
Did you find this helpful? Share it with your friends!
0 মন্তব্যসমূহ