বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা।
বেলি বা মল্লিকা যার ইংরেজি নাম Arabian jasmine (বৈজ্ঞানিক নাম:
Jasminum sambac) এটি একটা সুগন্ধী ফুল গাছ। এই গাছের উচ্চতা প্রায় এক মিটার পযন্ত হতেপারে। গ্রীষ্মর শুরু থেকে প্রায় নভেম্বর মাস পযন্ত এই গাছ ফুল দেয়।
বেলি জাত
বেলি ফুলের ৪টি প্রজাতি
১. রাইবেলী-পাপড়ি সুসজ্জিত ফুল খুব ছোট ও তীব্র সুগন্ধি গন্ধযুক্ত।
২. খয়েবেলী- তীব্র সুগন্ধযুক্ত ছোট ফুল ফোটে।
৩. মতিয়াবেলীফুলের আকার বড়, অসংখ্য পাপড়ি ও সুগন্ধযুক্ত হয়।
৪. ভরিয়াচেলী-এটাকে রাজবেলীও বলে যার ফুল বড়, গড়ন ও গন্ধযুক্ত অতি মনোমুগ্ধকর।
বংশবিস্তার
বেলি ফুল গুটি কলম ও ডাল কলম পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করা হয়।
সঠিক চারা
নির্বাচ
নার্সারী
থেকে এমন একটা চারা সংগ্রহ করতে হবে যেটা সুস্থ এবং পাতায় কোনো দাগ বা পোকা মাকড়
না থাকে এমন একটা চারা নির্বাচন করতে হবে।
বেলি
আপনি ৮" ১০" বা ১২"inc তে
প্রতিস্থাপন করতে পারবেন।
তবে
নার্সারী থেকে ছোট
চারা আনলে প্রথমে ৮"inc তে প্রতিস্থাপন করলে
ভালো হয়।
মাটি তৈরী
একভাগ গার্ডেন
সয়েল, এক ভাগ নদীর সাদা
বালি মাটি, অর্ধেক ভার্মি কম্পোস্ট (বা' পাতা পচা সার ), অর্ধেক কোকো পিট (বা ধান এর'তুষ বা কাঠ এর গুঁড়ো )
টব তৈরী ও প্রতিস্থাপন
এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার বেলির চারা টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর এটা লক্ষ্য রাখবেন টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে যাতে আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।
বেলি রোদ্দুর খুব ভালো বসে এটি গরম এর একটি গাছ কিন্তু জুন জুলাই এর তীব্র রুদ্দুর এ এর পাতা দাগ আস্তে পারে তখন গাছটি একটু ছায়া জায়গায় রাখতে হবে যেখেনে প্রায় ২/৩ ঘন্টা রুদ্দুর পাই।
বেলি গাছের মাটি যেন সব সময় ভিজা ভিজা থাকে এই বুঝে জল দিতে হবে কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে।
বেলি গাছ কে যদি সকাল বিকেল ভালো করে স্নান করিয়ে দেয়া যাই তো গাছ অনেক সুস্থ থাকে ও পোকা মাকড় লাগে না বললেই চলে।
২ চামচ সরিষার গুঁড়ো খোল
১ চামচ সিং চাচা
১ চামচ হাড় গুঁড়ো
১ চামচ রক্ত সর
অর্ধেক চামচ পটাস
পতি মাস এ দিতে হবে। ফেব্রুয়ারী থেকে অক্টোবর মাস পযন্ত ।
গাছ ছাঁটাই
ফেব্রুয়ারী ২৫ থেকে মার্চ এর ১৫ তারিখ এর
মধ্যে ডালপালা ছাঁটাই করতে হয়। গাছ ছাঁটাই এর আগের দিন গাছ এ যদি Miraculan
Triacontanol 0.05% EC স্প্রে করেন তো গাছটি খুব ভালো ও ঝোপালো হয়।
0 মন্তব্যসমূহ