জিজি প্লান্ট এর উপকারিতা । zz plant benefits

আসুন জানি zz plant সম্পর্কে সবকিছু zz plant benefits

zz plant জেক অনেকে জিজি গাছও বলে ডাকে এটি একটি অত্যন্ত জনকপ্রিয় একটি প্লান্ট zz plant এর বৈজ্ঞানিক নাম Zamioculcas zamiifolia zz plant এর পাতা সাধারণত দুই ধরণের দেখতে পাওয়াযায় একটা কালো একটা সবুজ zz plant দেখতে শুধু সুন্দরী নয় , বনং এর যত্ন অত্যন্ত সহজ  আসুন দেখি zz plant benefits আর zz plant সম্পর্কে বিস্তারিত জানি

zz plant benefits


zz plant এর পরিচিতি

zz plant বাসস্থান আফ্রিকার পূর্বাঞ্চল থেকে এটি শুস্ক এবং ছায়াযুক্ত জাগায় থাকতে ভালোবাসে


zz plant এর যত্ন

zz plant এর যত্ন নেওয়া অত্যন্ত সহজ  এই প্লান্ট অল্প আলোতে খুবই ভালো করে বেছে থাকতে পারে  আসুন আমরা জেনে নিই কিভাবে এই গাছের যত্ন নিতে হবে:

. আলো

zz plant হালকা ছায়া থাকে মধ্যম আলোতে খুবই ভালো হয় zz plant সরাসরি সূর্যের আলো পেলে zz plant এর পাতা পুড়তে পারে

. জল

zz plant এর জন্য খুব কম জলের প্রয়োজন মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপরেই জল দিবেন অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে

. মাটি

zz plant এর জন্য খুব ভালো নিষ্কাশনযুক্ত মাটি প্রয়োজনআপনি ৫০% মাটি ৩০% কম্পোস্ট ২০% বালি দেয়া মাটি তৈরী করতে পারেন

. তাপমাত্রা

zz plant এর আদর্শ তাপমাত্রা হলো ১৫-২৪ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাতে zz plant খুবই ভালো হয়


জিজি প্লান্ট এর উপকারিতা । zz plant benefits

. বায়ু বিশুদ্ধকরণ

বাতাসে যে সমস্ত ক্ষতিকর রাসায়নিক যেমন জাইলিন, টলুইন, এবং বেনজিন থাকে সেগুলি শোষণ করে বায়ুকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে zz plant।

কম আলোতে বেঁচে থাকে zz plant

zz plant অল্প আলোতে বেঁচে থাকতে সক্ষম, অফিস বাড়ির জন্য একটা আদর্শ প্লান্ট


zz plant কোনো বাড়িতে রাখবেন?

zz plant আপনার অফিস বাড়ির জন্য একটা অত্যন্ত সহজ একটি প্লান্টএর পাতা চকচকে এবং সবুজ, যা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবেএছাড়াও এটি আপনার অফিস বাড়ির বাতাসে যে সমস্ত রাসায়নিক যেমন জাইলিন, টলুইন, এবং বেনজিন সেখানে থাকেও বিশুদ্ধ রাখতে সহায়তা করবে

               

              আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে ঘরে আনুন একটা zz plant





Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ