ব্যালকনি গার্ডেনিং
জীবনে
প্রকৃতির
ছোঁয়া ( Balcony gardening)
আসুন দেখি ব্যালকনি গার্ডেনিং (Balcony gardening) করতে কি জিনিসপত্র প্রয়োজন
১. টব: বিভিন্ন আকৃতির ও আকারের টব নিতেপারেন।
২. মাটি : ভালো পটিং মিক্স করতে হবে।
৩. সার : জৈব সার ব্যবহার করলে সবথেকে বেশি ভালো।
৪. জল দেওয়ার পাত্র : ছোট আকারের একটি জল দেওয়ার পাত্র।
ব্যালকনি গার্ডেনিংর (Balcony gardening) জন্য কিছু গাছ
২. পুদিনা : গ্রীস্মকালের আপনি আপনার ব্যালকনিতে পুদিনা চাষ করতে পারেন ।
৩. মানি প্ল্যান্ট : প্রায় সমস্ত বাড়িতে মানি প্ল্যান্ট এখুন দেখাযায় ব্যালকনিতে মানি প্ল্যান্ট আপনি খুব সহজে
করতে পারবেন ।
৪. আচারও সমস্ত হাউস
প্লান্ট আপনি ব্যালকনিতে করতে
পারেন।
কন্টেইনার গার্ডেনিং টিপস
২. নিয়মিত জল দিন তবে মাটিতে আগে হাত দিয়ে দেখুন যদি ভেজা লাগে তবে দিবেন না।
৩. গাছ গুলি রোদ
যাতে পাই সেদিকে খেয়াল
রাখতে হবে।
ভার্টিকাল গার্ডেনিং
ব্যালকনি সাজানোর উপায়
২. গাছের মধ্যে ছোট ছোট লাইট লাগাতে পারেন।
৩. দেয়ালে গাছের সাথে মিল
রেখে আর্ট লাগান।
রক্ষণাবেক্ষণ টিপস
২. পোকামাকড় নিয়ন্ত্রণ: পোকামাকড় থাকে মুক্তি পেতে নিয়মিত নিম তেল স্প্রে করুন।
শহরের ব্যস্ত জীবনে একটি ব্যালকনি গার্ডেন শুধু সৌন্দর্য্য বৃদ্ধি করবে না, মনকেও ভালো রাখতে সাহায্য করবে । আশা করি এই টিপসগুলি আপনার ব্যালকনি গার্ডেনিং এ সাহায্য করবে।
Did you find this helpful? Share it with your friends!
বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা
0 মন্তব্যসমূহ