তুলসী গাছ প্রাচীন ঔষধি উদ্ভিদের যত্ন ও উপকারিতা | Complete Tulsi Plant Care (Holy Basil)

 

পরিচয়

তুলসী যা বিজ্ঞানিক নাম (Ocimum sanctum) নামে পরিচিত লামিয়াসি পরিবারের অন্তর্গত এটি একটি ঔষধিক উদ্ভিত। তুলসী সাধারণত দুই ধরণের হয় .কৃষ্ণ তুলসী (কালো পাতা)   .রাম তুলসী (সবুজ পাতা 

তুলসী গাছ প্রাচীন ঔষধি উদ্ভিদের যত্ন ও উপকারিতা



উপকারিতা

তুলসী গাছের পাতা, ডালপালা, বীজের মধ্যে রয়েছে অসংখ্য ঔষধি গুণ। তুলসী পাতা সর্দি কাশি ,হজমে এবং রোগ পতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও তুলসী ত্বকের জন্য অনেক উপকারী।



তুলসী গাছের মাটি

 তুলসী মূলত সমস্ত মাটিতে হয় তবে সব থাকে ভালো একটু হালকা মাটিতে মাটির পতিমান ৫০%, যেকোনো কম্পোস্ট ৩০%, বালি ২০% এই সমস্তটি একসাথে করে একটা আদর্শ মাটি তৈরী হবে তুলসী গাছের জন্য।



তুলসী গাছের যত্ন

 তুলসী গাছে নিয়মিত জল দিতে হবে তবে এটা খেয়াল রাখতে হবে যাতে বেশি জল টবের মাটিতে না জমে যদি বাসি জল টবের মাটিতে জমে তাহলে শিকড় পাচার ভয় থাকে।  আচারও নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে ১৫দিন অন্তর।



তুলসী গাছের কিছু টিপস

 

  • তুলসী গাছের রোপন করার সবথেকে ভালো সময় : বসন্ত গ্রীষ্মকাল।
  •  তুলসী গাছের যত্ন নেওয়ার সহজ  উপায় : নিয়মিত টবের মাটিতে জল  দেওয়া , তুলসী গাছ শান কোরিয়া দেয়া
  •  তুলসী গাছের জীবনকাল : থাকে বছের হয়।


তুলসী গাছের সার          

 

জৈব সার

ভার্মি কম্পোস্ট এটি মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের পুষ্টি সরবরাহ করে। (মাসে একবার)

 

রাসায়নিক সার

N P K এটি তুলসী গাছের দ্রুত বৃদ্ধি পুষ্টি নিশ্চিত করে। (১৫ দিন অন্তর )




Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ