শিউলি গাছের উপকারিতা | শিউলি পাতার বিজ্ঞানসম্মত নাম | Night flowering jasmine in pots


শিউলি ফুল মানেই শরৎকাল আর দুর্গাপুজো শিউলি ফুল ফোটার সাথে সাথে বাঙালীরমেতে ওঠে উৎসবের আনন্দে। শিউলি অত্যন্ত সুগন্ধ বলেও সবার মন জয় করে। শিউলি ফুলের ইংরেজি নাম Night-flowering Jasmine (নাইট ফ্লাওয়ার জেসমিন) ও  শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis. শিউলি ফুল সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ফুল হয়। শিউলি ফুলের পাতার উপকারিতা : খালি পেটে শিউলি গাছের পাতার রস খেলে কফের সমস্যা প্রায় সেরে যায় । কিন্তু শিউলির পাতার রস অত্যন্ত তেতো কিন্তু এটি নিয়মিত খেলে কাশি ও কফ প্রায় সেরে যায়। সাইটিকার ব্যথা কমাতে শিউলির পাতা অত্যন্ত ভালো । শিউলির কিছু প্রচলিত নাম : নাইট ফ্লাওয়ার জেসমিন,হারসিঙ্গার,পারিজাতা,শেফালিকা,রাগাপুস্পি ।  

night blooming jasmine


শিউলি গাছের টব নির্বাচন

শিউলি শিকড় খুব তাড়াতাড়ি ছড়ায় তাই আমরা শিউলি কে কোনো মতেই ১২" inc টব এর থেকে ছোট টবে প্রতিস্থাপন  করবো না।  


শিউলি গাছের মাটি তৈরি 

শিউলি গাছ সব থেকে ভালো হয় হালকা মাটিতে যে মাটিতে বালির ভাগ ৬০%

ও কাদের ভাগ ৪০% এটাকে বলে হালকা দোআঁশ মাটি।

এবার দেখাযাক কি মাটি লাগবে 

১ ভাগ বাগানে যে ধরণের মাটি আছে সেটা (এঁটেল মাটি )

২ ভাগ নদীর সাদা বালিমাটি (Silver sand)

১ ভাগ বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার )

এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরি করে নিতে হবে। 


শিউলির টব তৈরী ও প্রতিস্থাপন

টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টবে যদি ৩টি  ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব।জোত ছিদ্র থাকবে তাতে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্ধ করতে হবে তারপর তারওপর একটা ছোট পাথর এর  আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম।

এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার শিউলি গাছ টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর  টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে তাতে  আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।প্রতিস্থাপন এর পর টবে ভর্তি করে জল দেয়া দিবেন। 


শিউলি ফুলের জল ও আবহাওয়া

শিউলি full sunlight খুব ভালো বসে তবে অল্প আলোতেও শিউলি অনেক ফুল দেয় তাই আপনারা যেকোনো জায়গায় শিউলি ক রাখতে পারেন। শিউলির  মাটিতে যেন কোনো সময় জল না দারিয়ে থাকে এটা লক্ষ্য রাখতে হবে। জল বেশি দিলেও অসুবিধা নাই আবার জল কম  দিলেও অসুবিধা নাই শুধু এটা লক্ষ্য রাখতে হবে জল যেন না দারিয়ে থাকে। সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে।


শিউলি ফুলের সার

শিউলির খাবার অত ঝামেলা নাই তবে এটা করলে অনেক ফুল পাওয়াযাবে 

অর্ধক চামচ DAP / TSP

এক চামচ  Fasfet

এক চামচ পটাস 

প্রত্যেক ৩০ দিন অন্তর দিতে হবে। (১২" inc টব এর জন্য ) শিউলি গাছে খাবার দিবেন জুন থেকে নভেম্বর মাস পযন্ত। 


শিউলি গাছের যত্ন 

শরৎ এর আগে থেকে যদি গাছটিকে (Miraculan) PGR Plant Growth Regulator (spray) করলে অনেক ঝোপালো হবে এবং শরৎ এ অনেক ফুল দিবে। 


শিউলি গাছ ছাঁটাই

শিউলি ফুল ফুটে যাবার পর অব্যশই করে ফুল এর নিচের ডগা থেকে কেটে দিবেন তাহলে আবার নতুন শাখা বেড়াবে ও গাছটা অনেক ঝোপালো হবে। 


শিউলির রোগ ও পোকা

শিউলি গাছ এ প্রধান পোকা বলতে শুয়োপোকা তার জন্য আপনাদের ব্যবহার করতে হবে Chlorpyrifos . আর হয় পাতাতে একটা পড়া দাগ আসে এটা হলে জানতে হবে গাছে জল বেশি হচ্চে তাই জলটা অবশই করে বুঝে দিতে হবে। সারা বছর যদি Dimethoate 30% Ec এই  ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করলে গাছ ভালো থাকবে। 


Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ